বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসী রাষ্ট্রদূত ড্রেক লো ইউ শে’র মাধ্যমে তাদের আমন্ত্রণ জানান হয়। পরে সোমবার (০৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসী রাষ্ট্রদূত ড্রেক লো ইউ শে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে আসার জন্য সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। একইসঙ্গে বাংলাদেশে বিনিয়োগের জন্যও সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
এছাড়া বৈঠকে ড. মোমেন রোহিঙ্গা সংকট তুলে ধরেন। রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের দেশগুলোর সহায়তার জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
টিআর/টিএ