ছবি: বাংলানিউজ
ঢাকা: কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার চাঞ্চল্যকর দুলাল হত্যা মামলার প্রধান আসামি দিদারকে (২৫) রাজধানীর কাফরুল এলাকা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাতে র্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৭ সালে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানা এলাকায় চাঞ্চল্যকর দুলাল হত্যাকাণ্ড ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসী মানববন্ধন করে বলে জানা যায়। এই মামলার প্রধান আসামি দিদার কিশোরগঞ্জে গা ঢাকা দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামীরা ঢাকা ও এর আশ-পাশ এলাকায় আত্মগোপনে আছে।
তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে র্যাব-৪ এর একটি দল কাফরুলের কচুক্ষেত বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি দিদারকে আটক করেন। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের আটক করার চেষ্টা অব্যাহত আছে।
বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএমআই/ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।