ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বন্ধুদের ছুরিকাঘাতে এক স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
ময়মনসিংহে বন্ধুদের ছুরিকাঘাতে এক স্কুলছাত্রের মৃত্যু প্রতীকি ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহে বন্ধুদের ছুরিকাঘাতে আহত কাওসার মিয়া (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাওসার উইনারপাড় গ্রামের মুক্তা মিয়ার ছেলে।

সে চুরখাই এলাকার এইচ এস হৃদয় আদর্শ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে চুরখাই এলাকার নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের পেছনে বন্ধুদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বন্ধুদের সঙ্গে মনোমালিন্য এবং ধস্তাধস্তি করে মোবাইল ফোন ভাঙার ঘটনা ঘটে। সে ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময় ২১৫২ ঘন্টা :ফেব্রুয়ারি ০৫, ২০২০
একে/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।