ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

লন্ডনে গেলেন পরিকল্পনা মন্ত্রী, ভাষণ দেবেন অক্সফোর্ডে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
লন্ডনে গেলেন পরিকল্পনা মন্ত্রী, ভাষণ দেবেন অক্সফোর্ডে  পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান: ফাইল ফটো

ঢাকাঃ সম-সাময়িক নানা বিষয়ে ভাষণ দেওয়ার জন্য যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানিয়েছে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে। এই আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।  
 

মন্ত্রী লন্ডনে আগামী ০৯ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। এ সময়ের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।

পরে মতবিনিময় করবেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে।  

লন্ডন সফরে যাওয়ার ব্যাপারে এম এ মান্নান বাংলানিউজকে বলেন, ‘লন্ডনে যাচ্ছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পেয়েছি, সেখানে দেশের উন্নয়নসহ সমসাময়িক বিষয়ে ভাষণ দেবো। ’           

এরপর তিনি ১০ ফেব্রুয়ারি লন্ডন থেকে ইতালির রোমের উদ্দেশে রওনা দিবেন। সেখানে অনুষ্ঠিত ইফাদ (IFAD-International Fund for Agriculture Development) এর গভর্নিং কাউন্সিলের ৪৩তম সভায় যোগদান করবেন।

মন্ত্রী আগামী ১৩ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমআইএস /ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।