বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলকায় র্যাব-১ এর সদস্যরা অভিযানে গেলে এ ঘটনা ঘটে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, ডাকাত সদস্যরা বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় র্যাব সদস্যরা।
এ সময় ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, দু’টি ওয়ানশুটার গান, ২১টি কারতুজ ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
পিএম/ওএইচ/