মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম।
আদালত দণ্ডপ্রাপ্তদের মধ্যে নগরের হাউজিং এলাকার বাসিন্দা আব্দুল ওহাব সিকদারের ছেলে জাবেদ আকরাম ছালেহ ওরফে শাওনকে ১০ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন।
আদালত সূত্র জানা যায়, ২০১৮ সালের ১৪ মার্চ দুপুরে কাউনিয়া সাবান ফ্যাক্টরির সামনে থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। একই বছরের ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় থানার অপর এসআই শম্ভু কাঞ্জি পাল।
মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএস/ওএইচ/