বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শহরে টাঙ্গাইল-ময়নসিংহ সড়কের সড়ক ভবনের পাশে করটিয়া সরকারি সা’দত কলেজের বাসের ধাক্কায় তিনি নিহত হন। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে আরমান মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় সরকারি সা’দত কলেজের একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনা সরকারি সা’দত কলেজের বাস ও চালককে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
ওএইচ/