ফলে শীতের দাপট অনেকটা বৃদ্ধি পেয়েছে। দিনের বেলা তাপমাত্রা বাড়লেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নামছে শীত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) তেঁতুলিয়ায় সকাল ৯টায় আবারও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মাঘ মাসের শেষ পর্যন্ত শীতের তীব্রতা থাকবে। তবে আকাশে মেঘ না থাকায় দিনের বেলা সূর্যের মুখ দেখা যাওয়ার পাশাপাশি দিনের তাপমাত্রাটা বাড়ছে। আর রাতের তাপমাত্রাটা অপরিবর্তিত থাকায় রাতে শীত একটু বেশি অনুভব হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
আরএ