ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ‘মুজিব কর্নার’ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
গোপালগঞ্জে ‘মুজিব কর্নার’ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন

গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগে ‘মুজিব কর্ণার’ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের ফিতা কেটে ‘মুজিব কর্নার’ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করেন।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় গোপালগঞ্জ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মশিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, গণপূর্ত ই/এম পিএন্ডডি বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখর
চন্দ্র বিশ্বাস, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মির্জা শিবলী মাহমুদসহ গণপূর্ত জোন, সার্কেল ও বিভাগের প্রকৌশলী, ঠিকাদার ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‘মুজিব কর্নার’ ও ‘বঙ্গবন্ধু গ্যালারি’।                                          ছবি: বাংলানিউজবঙ্গবন্ধু গ্যালারিতে বঙ্গবন্ধুর বিভিন্ন দুর্লভ ছবি ও কাজের আলোকচিত্র এবং বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন বই স্থান পেয়েছে।

গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে সৎ ও নিষ্ঠার সঙ্গে গণপূর্ত অধিদপ্তর বিভিন্ন
উন্নয়নমূলক কাজ করতে চায়। একই সঙ্গে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায়ও অংশীদার হতে চায় গণপূর্ত অধিদপ্তর। সেই লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য গণপূর্ত অধিদপ্তর ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা গণপূর্তে ঠিকাদার ও কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধু কর্নারে রক্ষিত বই পড়ে বঙ্গবন্ধু ও তার চিন্তা চেতনা সম্পর্কে জানতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।