ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ সারাদেশে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার।

গত ৩ ফেব্রুয়ারি (সোমবার) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সরকারের এই সিদ্ধান্তের কথা বলা হয়েছে।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, দিবসটি উদযাপনের জন্য বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে শেখ হাসিনার সরকার।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি, ০৫, ২০২০
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।