বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক রাসেল হাওলাদার (২৩) কাউনিয়া ব্রাঞ্চ রোডের তৃতীয় পুকুর সংলগ্ন এলাকার বাসিন্দা।
উপ-কমিশনার মো. খাইরুল আলম জানান, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাঞ্চ রোডের তৃতীয় পুকুর সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এসময় রাসেল হাওলাদারকে ভিন্ন ভিন্ন তিন রঙের তিনশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাউনিয়া থানার ভাটিখানা কাজিবাড়ি মসজিদ এলাকার বাসিন্দা জিতু (২৭) পালিয়ে যায়।
এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে উপ-পরিদর্শক মিরাজ মোল্লা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএস/এবি