বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া পৌর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শুকুর আলী কয়ড়া ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত এশারত আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, সকালে কেন্দ্রীয় জামে মসজিদের বাথরুমের ছাদে বৃদ্ধ শুকুর আলীর ঝুলে থাকা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুর রহস্য জানা যাবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এনটি