ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
কলাপাড়ায় বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কে বিআরটিসি বাসের ধাক্কায় যাত্রীবাহী মাহিন্দ্রা থেকে পড়ে গিয়ে এসো রাখাইন (০৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা মেরী রাখাইন (৩৪) এবং ফুফু মায়ে রাখাইন (২৮) আহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে মহিপুর সদর ইউপির ইউসুফ মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসো রাখাইন মৎস্যবন্দর আলীপুরের হাতিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং আলীপুরের কালাচান রাখাইন পল্লীর উবাচোর একমাত্র মেয়ে।

 

আহতরা জানান, আলীপুর থেকে কলাপাড়া শহরে আসার পথে বিআরটিসির একটি বাস পেছন থেকে মাহিন্দ্রাটিকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্র থেকে তারা পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এসো রাখাইনকে মৃত ঘোষণা করেন।  

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় পরিবহনের চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।