ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ট্রাকচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
ভোলায় ট্রাকচাপায় নারী নিহত

ভোলা: ভোলা শহরের পুলিশ লাইন্স সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে আকলিমা (৩০) নামে এর নারী নিহত হয়েছেন।
 

রোববার (০৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা সদরের দক্ষিণ চরনোয়াবাদ এলাকার সাহাবুদ্দিনের স্ত্রী।


 
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান,  খেয়াঘাট সড়কের পুলিশ লাইন্স এলাকায় একটি মোটরসাইকেল শহরের দিকে আসছিল। মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী ওই নারী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও চালককে আটক করে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।