ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
বরিশাল চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল শুরু

বরিশাল: শুরু হয়েছে বরিশালের চরমোনাই দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক (অগ্রহায়ণ) ওয়াজ মাহফিল।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুম্মা তিন দিনব্যাপী চরমোনাই মাহফিলের উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন সম্পর্কে বর্ণনা করেন তিনি। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সতর্ক থাকার জন্য মাহফিলে আগত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান।

আগামী সোমবার (৩০ নভেম্বর) সকাল ৮টায় পীর সাহেব চরমোনাই আখেরী মোনাজাতের মধ্যদিয়ে এবারের মাহফিলের সমাপ্তি টানবেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
এমএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।