ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
উত্তরায় ইয়াবাসহ আটক ৩ ইয়াবা, ফাইল ফটো

ঢাকা: রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) তাদের আটকের বিষয়টি জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন।

আটকরা হলেন- এবি সিদ্দিক (৫৩), মো. আলমগীর হোসেন (৩২) ও লিটন বিশ্বাস (৪০)।

এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৩৫৭ ইয়াবা বড়ি ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি টিম দায়িত্বপালনকালে সন্দেহজনক তিনজনকে জিজ্ঞাসাবাদসহ তল্লাশি করে। তল্লাশিকালে তাদের কাছ থেকে চার হাজার ৩৫৭ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আটকরা দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে উত্তরার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।