ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

অস্ত্র-গুলিসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
অস্ত্র-গুলিসহ আটক ১

ঢাকা: মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মোস্তফা মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

রোববার (২৯ নভেম্বর) গজারিয়ার মাথাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মোস্তফাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, তিনি অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস করতেন না।

এমনকি কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে নিজের অপতৎপরতা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ বব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।