ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মাস্ক কেলেঙ্কারি: ঢাবি কর্মকর্তা শারমিনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
মাস্ক কেলেঙ্কারি: ঢাবি কর্মকর্তা শারমিনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা

ঢাকা: নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শারমিন জাহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ প্রতিবেদন গ্রহণ করা হয়।

 

সিন্ডিকেট সভা সূত্রে জানা যায়, সাময়িকভাবে চাকরিচ্যুত ঢাবির এ কর্মকর্তা আদালতে নির্দোষ প্রমাণিত হলে তারপর কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, এটা আদালতের তদন্তাধীন বিষয়। আদালতের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া সভায় অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের শাস্তি পাওয়া শিক্ষক অনুপ কুমারের চাকরি বহাল করা হয় বলে বাংলানিউজকে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।  
একই বিভাগের প্রভাষক নুসরাত ফারাহ এবং মোহাম্মদ শরীফুল ইসলাম অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করার কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ২৯,২০২০
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।