ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

তালুকদার প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
তালুকদার প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী গ্রেফতার

যশোর: বিশিষ্ট ব্যবসায়ী তালুকদার প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী নুরুল ইসলাম তালুকদার নুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে যশোরের বাসা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে আটক করে।

আটক নুরুল ইসলাম ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকার ৫ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের বাসিন্দা মৃত ইউনুচ আলী তালুকদারের ছেলে।

যশোর পুলিশের একটি সূত্র মতে, অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছিলেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটকের জন্য যশোরে আসে। রোববার বিকেলে তাকে যশোরের বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
ইউজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।