ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন জেনারেল আজিজ আহমেদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন জেনারেল আজিজ আহমেদ

ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তাঁর পিএইচডির বিষয় ছিল ‘সীমান্ত ব্যবস্থাপনায় বর্ডার গার্ড বাংলাদেশের চ্যালেঞ্জ: আন্তদেশীয় ঝুঁকি’।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ( বিইউপি) একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় রোববার (২৯ নভেম্বর) এই পিএইচডি ডিগ্রীর অনুমোদন দেয়া হয়।  

সেনাবাহিনী প্রধানের পিএইচডি-এর তত্ত্বাবধায়ক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ।  

এছাড়া এক্সটার্নাল এক্সামিনার ছিলেন প্রফেসর ড. মিতা ব্যানার্জি। তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর। অপর প্যানেল সদস্য ছিলেন বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এ কাশেম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: মুজাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সর্ম্পক বিভাগের প্রফেসর ড. রাশেদ-উজ-জামান।

সেনাবাহিনী প্রধান বিইউপির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
টিআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।