ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কাতারে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
কাতারে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত নিহত নজরুল ইসলাম

ফেনী: কাতারে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩৮) নামে ফেনীর দাগনভূঞা উপজেলার এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) দিনগত রাতে কাতার থেকে তার নিহত হওয়ার খবর আসে বলে জানান তার পিতা মোহাম্মদ ইসমাইল।

 

নিহত নজরুলের বাড়ি দাগনভূঞার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর ৬নং ওয়ার্ডে।

নিহতের পিতা মোহাম্মদ ইসমাইল জানান, জীবিকার তাগিদে তার ছেলে নজরুল ইসলাম দীর্ঘ ১৫ বছর কাতারে অবস্থান করছেন। সেখানে তিনি একটি কোম্পানিতে লরি চালক হিসেবে নিয়োজিত ছিলেন।

গত বৃহস্পতিবার কাতার ইউনিভার্সিটির সামনে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন নজরুল। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ রোববার সন্ধ্যায় নজরুলের মৃত্যুর খবর আসে।  

পারিবারিক সূত্রে আরো জানা যায়, সর্বশেষ গত বছর নজরুল ইসলাম দেশে আসে। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড় এবং পারিবারিক জীবনে এক পুত্র সন্তানের জনক। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এসএইচডি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।