ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সোমবার ডিআরইউ নির্বাচন: ১৮ পদে প্রার্থী ৩৮ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
সোমবার ডিআরইউ নির্বাচন: ১৮ পদে প্রার্থী ৩৮ জন

ঢাকা: ঢাকায় কর্মরত পেশাদার প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার (৩০ নভেম্বর)৷ কমিটির ২১ পদের মধ্যে ১৮ পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন৷

রোববার (২৯ নভেম্বর) ডিআরইউ প্রাঙ্গণে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে৷ সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী এবং অর্থ সম্পাদকের প্রতিবেদন সংগঠনের অর্থ সম্পাদক জিয়াউল সবুজ পেশ করেন৷

এদিকে ডিআরইউ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সেগুনবাগিচাস্থ কার্যালয় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে৷

নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ভোট দেয়ার আহবান জানিয়েছেন৷ তিনি জানান, ভোটের দিন মাস্ক ছাড়া কেউ ভোট দিতে পারবেন না৷ প্রার্থীদের প্রচারণা ক্ষেত্রেও স্বাস্থ্যবিধির মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি৷

সোমবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷ ভোটগ্রহণ হবে ডিআরইউ-এর নসরুল হামিদ মিলনায়তনে৷

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ তারা হলেন- মুরসালিন নোমানী (বাসস), নজরুল ইসলাম মিঠু (জার্মান নিউজ এজেন্সী- ডিপিএ) ও শাহনেওয়াজ দুলাল (সময়ের আলো)।

সাধারণ সম্পাদক পদেও প্রার্থী তিনজন৷ তারা হলেন- আবু আল মোরসালিন বাবলা ( চ্যানেল আই), মসিউর রহমান খান (সমকাল) ও তোফাজ্জেল হোসেন (খোলা কাগজ)৷

এছাড়া সহ-সভাপতি পদে আবুল বাশার নুরু (আমাদের অর্থনীতি), নজরুল কবীর (দেশ টেলিভিশন) ও ওসমান গনি বাবুল (৭২ টিভি);  যুগ্ম সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, ফারুক খান-(বাংলাদেশ কন্ঠ), হাফিজ আল আসাদ (সাঈদ খান), মেহদী আজাদ মাসুম-(দৈনিক জাগরণ) ও মো. ময়নুল আহসান (বাংলাভিশন); অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর (এশিয়ান এইজ) ও শ্যামল কান্তি নাগ (হোলি টাইমস); সাংগঠনিক সম্পাদক পদে আবদুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন), আব্দুল্লাহ কাফি (আমাদের সময়) ও মইনুল হাসান সোহেল (ইনকিলাব); দফতর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না (আমাদের নতুন সময়) ও মো. জাফর ইকবাল-(দৈনিক সংগ্রাম); তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক পদে  হালিম মোহাম্মদ (দৈনিক জাগরণ), কামাল মোশারেফ (বাংলাদেশের খবর); সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাবুদ্দিন মাহতাব ও মিজান চৌধুরী-(পূর্বাপর); ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (ডেইলি ভয়েজ অফ এশিয়া) ও মো. মজিবর রহমান (কালবেলা) এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান (দৈনিক সংগ্রাম) ও মোহাম্মদ নঈমুদ্দীন (রাইজিং বিডি) প্রতিদ্বন্দ্বিতা করছেন৷

তিনটি সম্পাদকীয় পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার (বৈশাখী টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল (আরটিভি) এবং কল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ (নয়াদিগন্ত)।

এছাড়াও কার্যনির্বাহী সাতটি সদস্য পদে নয়জন নির্বাচন করছেন৷ তারা হলেন- আজিজুর রহমান (রহমান আজিজ) (ঢাকা টাইমস), জাহাঙ্গীর কিরণ (মানবকন্ঠ), এম এম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), মো. মাহবুবুর রহমান (বিটিভি), মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ (মানবকন্ঠ), রফিক রাফি (নিউ নেশন), সায়ীদ আবদুল মালিক (দৈনিক বাংলা), নার্গিস জুঁই (বিটিভি) এবং রুমানা জামান (ভোরের কাগজ)৷

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
ডিএন/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।