ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা সফরে আসছেন না চীনা প্রতিরক্ষামন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
ঢাকা সফরে আসছেন না চীনা প্রতিরক্ষামন্ত্রী

ঢাকা: চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি ঢাকা সফরে আসছেন না।  

রোববার কাঠমান্ডু পোস্ট জানিয়েছিল, নেপাল সফর শেষে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি ঢাকায় আসবেন।

তবে শেষ পর্যন্ত তিনি আসছেন না।

কাঠমান্ডু পোস্ট জানায়, চীনা প্রতিরক্ষামন্ত্রী রোববার (২৯ নভেম্বর) নেপালে আসেন। তিনি এদিন নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেন। তিনি সফর শেষে বাংলাদেশ ও পাকিস্তান সফর করার কথা ছিল

তবে ঢাকার কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশে চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি শেষ পর্যন্ত আসছেন না।

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
টিআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।