ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার উদ্ধারকৃত অস্ত্র।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে তিনটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিনটি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে ৫৩-বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (২৯ নভেম্বর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শান্তিমোড়ে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

 

সোমবার (৩০ নভেম্বর) সকালে এক প্রেসনোটে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়া জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র পাচারের খবর পেয়ে রোববার (২৯ নভেম্বর) রাতে মনাকষা বিওপির একটি চৌকষ টহল দল শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের শান্তির মোড় নামক স্থানে বিশেষ অভিযান চালায়। এসময় অজ্ঞাত এক ব্যক্তি তার হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে তিনটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ৩টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ আট হাজার ৬শ টাকা। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় জমা দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।