ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাতে জনতার মুখোমুখি হচ্ছেন মেয়র আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
রাতে জনতার মুখোমুখি হচ্ছেন মেয়র আতিক

ঢাকা: ফেসবুক লাইভের মাধ্যমে মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে জনতার মুখোমুখি হচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।  
 
চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার সময় নিজেকে জনতার কাছে জবাবদিহিতার অবস্থানে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন আতিক।

তারই অংশ হিসেবে নগরবাসীর বিভিন্ন প্রশ্নের জবাব দিতে এ আয়োজন বলে জানান তিনি। টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম এমন কোনো আয়োজনে অংশ নিচ্ছেন আতিকুল ইসলাম।  
 
এছাড়া নগর সম্পর্কে নগরবাসীর সমস্যা, অভিযোগ এবং নগর গঠনে তাদের পরামর্শ শুনবেন তিনি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন। ঘণ্টাব্যাপী এ লাইভ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে বলে সিটি করপোরেশন সূত্র জানিয়েছে।
 
www.facebook.com/dncc.gov.bd এবং www.facebook.com/atiqfordhaka - এ দু’টি পেজের যে কোনো একটির মাধ্যমে নগরবাসীরা এ লাইভে সংযুক্ত হতে পারবেন। লাইভের কমেন্ট সেকশনে নিজেদের বক্তব্য দিতে পারবেন তারা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
এসএইচএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।