ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাড়ে ৮ হাজার কেজি চোরাই তারসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
সাড়ে ৮ হাজার কেজি চোরাই তারসহ আটক ৩

ঢাকা: ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকভর্তি ৮ হাজার ৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তারসহ চক্রের তিন সদস্যকে আটক করেছেে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

আটকরা হলেন- এমদাদুল ইসলাম (৩৬), নাসির (২৬) ও লোকমান হোসেন (৫৩)।

সোমবার (৩০ নভেম্বর) দিনগত রাতে সাভার মধুমতি মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, সাভার এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকভর্তি ৮ হাজার ৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তার উদ্ধার করা হয়েছে। এসময় চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তার ছাড়াও তাদের কাছ থেকে চারটি কাটার ও একটি ওয়েট মেশিন উদ্ধার করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান থেকে ইলেকট্রিক তার চুরি করে ঢাকা ও আশেপাশের এলাকায় কম দামে বিক্রয় করে আসছিলো।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।