ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে আনসার আল ইসলামের সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
কালীগঞ্জে আনসার আল ইসলামের সদস্য আটক র‌্যাবের হাতে আটক শেখ সাজ্জাদ হোসেন সিয়াম

ঢাকা: গাজীপুরের কালীগঞ্জে উপজেলার জামালপুর এলাকা থেকে শেখ সাজ্জাদ হোসেন সিয়াম (১৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৪ এর সদস্যরা। আটক সাজ্জাদ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় একজন সদস্য।

 
 
মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কালীগঞ্জের জামালপুর এলাকা থেকে সাজ্জাদকে আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, মোবাইলফোন, স্ত্রিনশট এবং ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়েছে। সাজ্জাদ বেশ কিছুদিন ধরে জঙ্গি কার্যক্রম, অস্ত্র পরিচালনা ও গুপ্ত হামলার প্রশিক্ষণ নিচ্ছিলেন। এছাড়াও তিনি আনসার আল ইসলামের নতুন সদস্য সংগ্রহ এবং তাদের জঙ্গিবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
পিএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।