ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
রাজধানীতে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩ জব্দ ইয়াবা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫০ হাজার ইয়াবা বড়িসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরের দিকে যাত্রাবাড়ী থানাধীন পুনম সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জামাল উদ্দিন দিদার (২২), রবিউল হাসান (২৬) ও সাদ্দাম হোসেন (২৭)।  

ডিবি পুলিশ গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন বাংলানিউজকে জানান, দুপুরে যাত্রাবাড়ীর পুনম সিনেমা হলের সামনে একটি পিকআপভ্যানে তল্লাশি করে ৫০ হাজার  ইয়াবাসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরেই কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে রাজধানীসহ আশে-পাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইয়াবার চালান পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটিও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
পিএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।