ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
সাংবাদিকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই প্রতীকী

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জাফরাবাদ এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার দেব দুলাল মিত্র। সোমবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাসায় ফেরার পথে ছিনাতাইকারীদের কবলে পড়েন তিনি।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ছিনতাইয়ের শিকার দেব দুলাল মিত্র জানান, রাতে ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে তিনি বাসায় ফিরছিলেন। পশ্চিম ধানমন্ডি জামে মসজিদ পার হওয়ার পর বিপরীত দিক থেকে রিকশা যোগে আসা দুই ছিনতাইকারী তার পথ অবরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই এক যুবক গলায় ছুরি ধরে অন্যজন পকেট থেকে মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর রিকশাসহ ছিনতাইকারীরা পালিয়ে যান। এ বিষয়ে আজ মঙ্গলবার সকালে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক দেব দুলাল।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসি ক্যামেরা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।