ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

নোয়াখালী: ওমানের আলওয়াফি এলাকায় একটি কূপে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের সাতাইশদ্রোন গ্রামের জরুর বাপের বাড়ির মোস্তফা ও নাসির (আপন দুই ভাই) এবং একই উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের আনছার মিয়ার হাটের পূর্ব পাশের বাসিন্দা আলমগীর।

ওমান প্রবাসী নিহত মোস্তফা ও নাসিরের বড় ভাই মো. ইব্রাহীম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫ বছর আগে ওমানে পাড়ি জমান তারা। ওমানের আলওয়াফিতে একটি কোম্পানিতে ইলেকট্রিকের কাজ করতেন তারা। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে ছুটি শেষে তারা পুনরায় ওমান যান।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।