ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার বিএম চর ইউনিয়নের বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ রাসেল (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাহাড়িয়া পাড়া এলাকার নুরুল হোসাইনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পাহাড়িয়া পাড়া এলাকার নুরুল হোসাইনের ছেলে রাসেল বাড়ি থেকে বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে মাঠ থেকে বের হওয়ার সময় বিদ্যালয়ের মাঠে নবনির্মিত ড্রেনের পাশে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় সে। পরে অচেতন অবস্থায় ড্রেনের পাশে রাসেলকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, বৈদ্যুতিক তারে জড়িয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এসবি/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।