ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

২০ লাখ জাল টাকাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
২০ লাখ জাল টাকাসহ আটক ৩ জাল টাকা

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল নোটসহ তিন জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১ ডিসেম্বর) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের আটক করে ডিবির তেজগাঁও বিভাগের সঙ্গবদ্ধ অপরাধ, গাড়িচুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

আটকরা হলেন- মো. সুমন মিয়া (৩০), মো. বিপ্লব হোসেন (৩২) ও মো. রাজিব শিকদার (৩৫)।

ডিবির সহকারী কমিশনার (এসি) মো. বায়েজীদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক সুমনের কাছ থেকে হতে ১০ লাখ, বিপ্লবের কাছ থেকে ৬ লাখ এবং রাজিবের কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়। তারা জাল নোটগুলো প্লাস্টিকের ব্যাগে করে বহন করছিলেন।

তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।