ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মুজিবর রহমান (৭৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

বুধবার (০২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পাতবিলা বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

মুজিবর রহমান কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে মুজিবর রহমান রাস্তার পাশ দাঁড়িয়ে ছিলেন। এসময় কোটচাঁদপুর থেকে কালীগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।