ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ড. মোমেনের আরোগ্য কামনা করেছেন ভারত-চীনের পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
ড. মোমেনের আরোগ্য কামনা করেছেন ভারত-চীনের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বুধবার (২ ডিসেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন ড. মোমেন দ্রুত আরোগ্য লাভ করে তার দাপ্তরিক দায়িত্ব পুনরায় শুরু করবেন।

এদিকে, ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনা করে চীনের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ড. মোমেনের দ্রুত আরোগ্য লাভের প্রয়োজনে যেকোনো ধরনের সহযোগিতা দিতে চীন সবসময় প্রস্তুত রয়েছে। ওয়াং ই বলেন, প্রকৃতপক্ষে আমাদের সবার জন্য এটি একটি কঠিন সময়। এ চ্যালেঞ্জিং সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা এবং একে অপরকে সহযোগিতা করা অপরিহার্য।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।