ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নকল প্রসাধনী তৈরির দায়ে ৩ জনের জেল 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
নকল প্রসাধনী তৈরির দায়ে ৩ জনের জেল 

ঢাকা: পুরান ঢাকার চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে টায় চকবাজারের ছোট কাটারা এলাকার একটি বাসায় এ অভিযান চালানো হয়।

অভিযানে কারখানার তিন শ্রমিক ইমন (২২), জাকির (২০) ও আজাহারকে (২৩) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক জানান, ছোট কাটারা এলাকার ওই বাসায় সুগন্ধিযুক্ত কেমিক্যাল ব্যবহার করে নকল ডাবর আমলা হেয়ার অয়েল, প্যারাস্যুট ও কিউট নারিকেল তেল তৈরি করে বাজারজাত করা হতো।

এসময় নকল প্যারাস্যুট নারিকেল তেল ২০০ মিলি পরিমাপের ৩৬০ বোতল, নকল প্যারাস্যুট নারিকেল তেল ১০০ মিলি পরিমাপের ৭২ বোতল, নকল প্যারাস্যুট নারিকেল তেল ১০০ মিলি পরিমাপের ২৫টি খালি বোতল, নকল ডাবর আমলা হেয়ার অয়েল ১৮০ মিলি পরিমাপের ১০০ বোতল, নকল কিউট নারিকেল তেল ১০০ মিলি পরিমাপের ৩০ বোতল, ২০০০ পিস বোতলের ক্যাপ ও কেমিক্যালসহ দু’টি জার উদ্ধার করা হয়েছে। প্রসাধনী তৈরির কারখানাটিও সিলগালা করা হয়।

দণ্ডপ্রাপ্ত তিনজনকে জেল হাজতে পাঠানোর জন্য চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।