ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ইয়েমেনে বিদ্রোহীদের হাতে বন্দি ৫ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
ইয়েমেনে বিদ্রোহীদের হাতে বন্দি ৫ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন

ঢাকা: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে বন্দি ৫ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার পাঁচ বাংলাদেশি এডেনে আসবেন বলে আশা করা হচ্ছে।

সেখান থেকে তারা ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে জানান প্রতিমন্ত্রী।

বুধবার (২ ডিসেম্বর) ফেসবুকে এক বার্তায় এসব তথ্য জানান তিনি।

শাহরিয়ার আলম জানান, ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুতিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ জন নাবিক। তাদের সঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন।

তিনি বলেন, ৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়। আটকদের মধ্যে একজন আমার সাথে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে।

আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং ওমানস্থ ভারতীয় দূতাবাসের গত দুই মাসের প্রচেষ্টায় আগামীকাল তারা এডেনে আসবেন বলে আশা করা যাচ্ছে। সেখান থেকে তারা ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে, বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সূত্র জানায়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে প্রায় ৯ মাস ধরে ৫ জন বাংলাদেশিসহ ২০ জন নাবিক বন্দী রয়েছেন। বন্দিদের মধ্যে ১৩ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বাকি দুজন মিশরের।

ভারতের যে ১৩ নাগরিক বন্দি রয়েছেন তাদের মধ্যে মহারাষ্ট্রের ৭ জন, ভারতের কেরালার ২ জন, তামিলনাড়ুর ২ জন, পুডুচেরি ও উত্তর প্রদেশের একজন করে রয়েছেন। বাকি ৭ জনের মধ্যে বাংলাদেশি ও মিশরীয় নাগরিক রয়েছেন। তবে ইয়েমেনের একটি সূত্র নিশ্চিত করেছে সেখানে ৫ জন বাংলাদেশি নাবিক বন্দি রয়েছেন।

ইয়েমেনের রাজধানী সানায় চলতি বছর ফেব্রুয়ারি মাসে একটি জাহাজ থেকে  ২০ নাবিককে বন্দি করে হুতি বিদ্রোহীরা। এসব নাবিক তিনটি জাহাজে করে ওমান থেকে সৌদি আরবে যাচ্ছিলেন।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা গৃহযুদ্ধে লিপ্ত। তারা একই সাথে সৌদি আরবের সীমান্তেও সৌদি বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত। তবে বিভিন্ন সময়ে বিদেশি  নাগরিকদের বন্দি করে মুক্তিপণ আদায় করার নজির রয়েছে হুতিদের।

আরও পড়ুন:
হুতি বিদ্রোহীদের হাতে বন্দি ৫ বাংলাদেশি

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।