ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাতে উপজেলার বাগুন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত সাহার বানুর (৫৫) একই গ্রামের গনজের আলীর স্ত্রী।  

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে শাশুড়ি সাহার বানুর সঙ্গে তার ছেলে জামাল হোসেনের স্ত্রী সীমা খাতুনের বাগবিতণ্ডা হয়। পরে শাশুড়ি সাহার বানু রাগ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে তাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।  

নিহতের ভাই আসাদুল হক অভিযোগ করে জানান, তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া করতো পুত্রবধূ সীমা। তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন সীমা। এ ঘটনার পর থেকে সীমা পলাতক রয়েছেন।  

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলমগীর কবীর জানান, ময়নাতদন্তের পর বেরিয়ে আসবে মৃত্যুর প্রকৃত রহস্য।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।