ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িমারী মহাসড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
বুড়িমারী মহাসড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ (১৭) উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগরের মমিনপুর গ্রামে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশ থেকে আলামতসহ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বাংলানিউজকে জানান, মহাসড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে।  

ওই তরুণীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।