ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন প্রতিটি মানুষ শিক্ষা পাবে, খাদ্য পাবে, আশ্রয় পাবে, চিকিৎসা পাবে উন্নত সমৃদ্ধশালী জীবনের অধিকারী হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, করোনাকালে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চুয়াল ক্লাস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাতে শিক্ষার্থীরা তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারেন। ভার্চুয়াল ক্লাসে শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশ নেওয়ার আহ্বান জানান ডেপুটি স্পিকার।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবীর দোলন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।