ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভারত-বাংলাদেশের মতামতের ভিত্তিতে ভিসা চালু করা হবে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
ভারত-বাংলাদেশের মতামতের ভিত্তিতে ভিসা চালু করা হবে 

লালমনিরহাট: ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ ইমরান বলেছেন, ভারত-বাংলাদেশের ভিসা চালুকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুই দেশের মতামতের ভিত্তিতে চালু করা হবে।

বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সবাই আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার আবিদা সুলতানা, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার, বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. মোজাম্মেল হক পিএসসি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।