ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অ্যাম্বুলেন্স সার্ভিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অ্যাম্বুলেন্স সার্ভিস তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অ্যাম্বুলেন্স সার্ভিস, ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয়েছে।  

বুধবার (০২ ডিসেম্বর) থেকে হাওর অঞ্চলের স্বাস্থ্য সেবা বঞ্চিতরা এ অ্যাম্বুলেন্স সেবা পাবেন।

কয়েক মাস আগে অ্যাম্বুলেন্স দেওয়া হলেও চালক না থাকায় এতো দিন চালু করা যায়নি অ্যাম্বুলেন্সটি। এদিন আনুষ্ঠানিকভাবে চালকের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়।

বুধবার অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসেন করুণা সিন্ধু চৌধুরী বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক অনিমেষ পাল ভানু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, যুগ্ম সম্পাদক জয় রায়, উপজেলা মৎস্যলীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল হকসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।