ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে কাভার্ডভ্যান চাপায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
ফেনীতে কাভার্ডভ্যান চাপায় কিশোর নিহত

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে কাভার্ডভ্যান চাপায় মারুফুল ইসলাম শরীফ নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মহিপাল ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

শরীফ ফেনী সদরের জোয়ার কাছাড়ের আমতলীর আবদুল কুদ্দুসের ছেলে। সে সেলসম্যানের কাজ করতো।

নিহতের বাবা আবদুল কুদ্দুস জানান, দুপুরের দিকে একটি রিকশায় করে উত্তর চাড়িপুর থেকে শহরের দিকে আসছিল শরীফ। এসময় মহিপাল ফ্লাইওভারের নিচে ফেনী থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান (চট্টমেট্টো-ট, ১১-৬৩৭৭) রিকশাটিকে ধাক্কা দেয়। এতে সে রিকশা থেকে কাভার্ডভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, চালককে আটকের পাশাপাশি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এছাড়া নিহত কিশোরের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।