ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জেলেদের মধ্যে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
জেলেদের মধ্যে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ জেলেদের মধ্যে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ, ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: মুজিববর্ষ উপলক্ষে জেলেদের মধ্যে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।

বুধবার (২ ডিসেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল এম আশরাফুল হক জেলেদের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের পশ্চিম জোন কমান্ডার ক্যাপ্টেন এম হাবিবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন ও কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী।

অনুষ্ঠানে উপকূলীয় এলাকার ৩০০ জন দুস্থ ব্যক্তির মধ্যে কম্বল ও ১০০ জন জেলের মধ্যে রেডিও, টর্চলাইট, লাইফ জ্যাকেট, রেইন কোট ও সাবান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল এম আশরাফুল হক বলেন, সুন্দরবনের সুরক্ষায় ও সুন্দরবন দুস্যমুক্ত করতে কোস্টগার্ডের তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে জেলেদের জীবন-জীবিকা নিরাপদ করতে কোস্টগার্ড সব সময় আন্তরিকভাবে কাজ করছে, আগামীতেও এ তৎপরতা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।