ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার তিন বস্তির এক হাজার পরিবার পাবে গণস্বাস্থ্যের কম্বল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
ঢাকার তিন বস্তির এক হাজার পরিবার পাবে গণস্বাস্থ্যের কম্বল

ঢাকা: সম্প্রতি ঢাকার তিন স্থানে আগুনে ক্ষতিগ্রস্ত বস্তির এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও এক হাজার কম্বল বিতরণ করবেন গণস্বাস্থ্য। এসব খাদ্যসামগ্রী ও কম্বল রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী এ কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন।  

বুধবার (২ ডিসেম্বর) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্র গত ২৩, ২৪ ও ২৫ নভেম্বরে ঢাকা সিটির মহাখালীর সাততলা বস্তি, মোহম্মদপুরে জহুরী এলাকার বস্তি ও মিরপুরের কালশী এলাকার বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও ত্রাণ সহয়তা এবং এক হাজার কম্বল বিতরণ করে ছিল।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
পিএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।