ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মোনা (২৮) নামে এক নারীকে হত্যার অভিযোগে স্বামী ফুয়াদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (২ নভেম্বর) বিকেলে নগরীর কলেজ রোড একাডেমি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফুয়াদ নগরীর গোহাইল কান্দি জামতলা এলাকার বাসিন্দা।  

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে ২৮ নভেম্বর (শুক্রবার) রাত ১২টার দিকে নগরে জামতলা দরগাহ জামে মসজিদ সংলগ্ন স্বামী ফুয়াদের বাসায় এ হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনার পর থেকে নিহত মোনার স্বামী পলাতক ছিলেন। ঘটনার পরদিন ২৯ নভেম্বর নিহত মোনার মামা ফারুক হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে নগরীর কলেজ রোড একাডেমি এলাকায় অভিযান চালিয়ে ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।