ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পল্টন থেকে গাঁজাসহ তিন মাদককারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
পল্টন থেকে গাঁজাসহ  তিন মাদককারবারি আটক

ঢাকা: রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি দল।

বুধবার (২ ডিসেম্বর) ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) পল্টন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক তিন মাদককারবারি হলেন- মো. জাকির হোসেন দোলন (২৮), মো. রনি মিয়া (২৩) ও মো. চঞ্চল হোসেন (২৪)। তারা কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

আটকদের বিরুদ্ধে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।