ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের এসি পদমর্যাদার তিন কর্মকর্তার পদায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
পুলিশের এসি পদমর্যাদার তিন কর্মকর্তার পদায়ন পুলিশের এসি পদমর্যাদার তিন কর্মকর্তার পদায়ন

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদায়ন/বদলি করা হয়েছে।  

বুধবার (০২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সুজয় সরকারকে সহকারী পুলিশ কমিশনার অপারেশনস বিভাগ, সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকারকে সহকারী পুলিশ কমিশনার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ ও সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানকে সহকারী পুলিশ কমিশনার সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এসজেএ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।