ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
ফতুল্লায় আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন- ফতুল্লার উত্তর ইসদাইর গাবতলী এলাকার ভাড়াটিয়া রেজা কাজী (৪৫), তার স্ত্রী জমিলা খাতুন (৩৫) ও তাদের মেয়ে মিতু আক্তার (১৫)।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ভোরে ইসদাইর গাবতলী এলাকার ইয়াসিন মিয়ার তিনতলা বাড়ির নিচ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাড়িওয়ালা ইয়াসিন মিয়া বাংলানিউজকে জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বলতে পারছি না। তবে মশার কয়েল থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে রেজা কাজী, তার স্ত্রী জমিলা খাতুন ও মেয়ে মিতু আক্তার দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রেজা কাজী পাবনার সুজানগর থানার আহম্মদপুর গ্রামের মৃত ইসলাম কাজীর ছেলে বলেও জানান ইয়াসিন মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে রেজা কাজীর পুরো শরীর ঝলসে গেছে, তার স্ত্রীরও শরীরের অধিকাংশ পুড়ে গেছে। তাদের দুজনের চেয়ে কম পুড়েছে মিতু আক্তারের শরীর। তবে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।