ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বেড়ইল গ্রামে মাদকাসক্ত স্বামীর হাতে শ্বাসরোধে খুন হয়েছেন সুবর্ণা রানী (২৫) নামে এক স্ত্রী।

বুধবার (০২ ডিসেম্বর) রাতে কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সুবর্ণা রানী বগুড়ার আদমদিঘী উপজেলার কামার পুকুর গ্রামের রতন সরকারের মেয়ে।

এ ঘটনায় সুবর্ণার স্বামী জয়পুরহাট সদর উপজেলার বেড়ইল গ্রামের সুবাস চন্দ্রের ছেলে হৃদয় চন্দ্রকে আটক করেছে পুলিশ।  

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৭ সালে বগুড়ার আদমদিঘী উপজেলার কামার পুকুর গ্রামের রতন সরকারের মেয়ে সুবর্ণার সঙ্গে বিয়ে হয় জয়পুরহাট সদর উপজেলার বেড়ইল গ্রামের সুবাস চন্দ্রের ছেলে হৃদয় চন্দ্রের। অভিযোগ রয়েছে বিয়ের পর থেকেই মাদকাসক্ত ও বখাটে হৃদয় স্ত্রী সুর্বনাকে মারধর করতেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ তরে হত্যা করেন হৃদয়। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় স্বজনরা আটক করে ‘৯৯৯’ ফোন দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।  

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, অভিযুক্ত হৃদয় সরকারকে গ্রেফতার করা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনী প্রক্রিয়া অব্যহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।