ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় কমর উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর মৌলভীর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তিনি একই গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কমর উদ্দিন সকালে নাস্তা খাওয়ার জন্য সাইকেলে চড়ে মৌলভীর হাট বাজারের দিকে যাচ্ছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোর সঙ্গে ধাক্কা লেগে কমর উদ্দিন গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।